মাগুরা-২ মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী এম.বি বাকের
মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির এম বি বাকের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর কাছে সংসদীয় আসন-৯২ এর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহ: শাহনুর জামানের কাছেও মনোনয়ন ফরম জমা দেন।
মাগুরা -২ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন এম বি বাকের। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী।
মনোনয়ন জমা দেওয়ার পর এম.বি বাকের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছি। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জনগণ শত স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে মাগুরা -২ আসনে সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মাগুরা-২
- মনোনয়ন ফরম
- জামায়াত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: